Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০২২

বাংলা নববর্ষ-১৪২৬ ‍উদযাপন

 
   

বাংলা নববর্ষ বাঙালী সংস্কৃতির অন্যতম সামাজিক উৎসব । সকল ধর্ম, শ্রেণী ,পেশার বাঙলীর কাছেই প্রিয় এ ঐতিহ্যবাহী উৎসব। বহুযুগ ধরে পহেলা বৈশাখে বাঙালীরা বর্ণাঢ্য আচার আনুষ্ঠানিকতায় বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে। গ্রামে-গঞ্জে-নগরে লোকজ ঐতিহ্যমন্ডিত খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা, শোভাযাত্রা ইত্যাদিতে ভরপুর থাকে বর্ষবরণ ‍উৎসব।। সামাজিক জীবনে আত্মীয়তা-বন্ধুত্বকে প্রগাঢ় করে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে পহেলা বৈশাখ । অতিথি পরায়ণ বাঙালী জাতি দাওয়াত ও উপহার দেওয়া নেওয়ার প্রচলিত রীতি রেওয়াজে দিনটিকে আরও অর্থপূর্ণ করে তোলে। পহেলা বৈশাখ ব্যবসায়ী সম্প্রদায় ও আর্থিক প্রতিষ্ঠানের  কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। শুভ হালখাতা’র আয়োজন করেন তাঁরা। ভোক্তা এবং গ্রাহকদের উপহার দেওয়া, মিষ্টিমুখ করানো শুভ হালখাতার অন্যতম লোকাচার। এ উপলক্ষে ব্যবসায়ী সম্প্রদায় হিসেবের নতুন খাতা খোলেন ।  রাষ্ট্রীয়ভাবেও এ দিবসটি বিশেষ গুরুত্বের সাথে উদযাপিত হয় আমাদের দেশে। দিনটি সরকারী ছুটির দিন। তবে ছুটির দিন হলেও  বর্ষবরণ উৎসব উদযাপনে থাকে সরকারী অনু্প্রেরণা ও তাগিদ। বর্তমান জাতীয় পে-স্কেল ঘোষনার সময়  গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  প্রজাতন্ত্রের সকল কর্মচারী কর্তৃক বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনের জন্য প্রথম বারের মত বাংলা নববর্ষে উৎসব ভাতার প্রবর্তন করেন। বাঙালী ঐতিহ্যের লালন করাই তাঁর মূখ্য উদ্দেশ্য।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরাবরের ন্যায় এবারও সাড়ম্বরে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে। এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ,এনডিসি,পিএসসি,জি  মহোদয়সহ সকল স্তরের কর্মকর্তাদের সপরিবারে অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপিত হয় বর্ণিল আড়ম্বরে। এ বারের বর্ষবরণ উৎসব আয়োজন করা হয় আনসার ও ভিডিপি একাডেমীতে। অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল- লোকজ ব্যঞ্জণায় বৈশাখী প্রাতঃরাশ, প্রীতিভোজ, ভাষা শহীদ আব্দুল জাব্বার স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা, নবনির্মিত এ্যম্ফিথিয়েটারে তাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুটির শিল্প প্রশিক্ষণ এলাকার মাঠে জাঁক জমকপূর্ণ বৈশাখী মেলা ও সবচেয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা উপস্থাপিত হয়েছিল শহীদ এলাহী বখ্শ বীরপ্রতীক মিলনায়তনে। এ বর্ষবরণ উৎসব আয়োজন করেছে আনসার ভিডিপি লেডিজ ক্লাব। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার-ভিডিপি লেডিজ ক্লাবের সম্মানীয়া সভানেত্রী ও মহাপরিচালক সহধর্মিণী এবং সম্মানীয় মহাপরিচালক মহোদয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও সংবাদ কর্মী এ সময় উপস্থিত থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের তথ্য চিত্র ধারণ করেন।