Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৫

বাজেট শাখা

 
১। পরিচালক (অর্থ):
 
ক। তিনি উপ-মহাপরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে সংগঠনের সকল আর্থিক কার্যাবলী সম্পাদন করবেন।
খ। তিনি মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় বাৎসরিক বাজেট পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে উপ-মহাপরিচালক (প্রশাসন) কে সহায়তা করবেন।
গ। তিনি বাজেট কর্মকর্তা (আনসার/ভিডিপি) এর কাজের তদারকি সমন্বয় ও নিয়ন্ত্রন করবেন।
ঘ। তিনি বাজেট বরাদ্দের ব্যাপারে একাডেমী, রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন, ভিটিসি, টিটিসি ও উপজেলা কার্যালয়ের প্রস্তাবিত চাহিদা যাচাই বাছাই করবেন ও বাজেট বরাদ্দের ব্যবস্থা করবেন।
ঙ। বাজেট সংক্রান্ত সরকার কর্তৃক প্রেরণকৃত এবং বাজেট শাখার সকল নথিপত্র উপস্থাপন করবেন।
চ। তিনি বাজেট সংক্রান্ত ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংগে যোগাযোগ (খরধরংড়হ) সাধন করবেন।
ছ। তিনি নির্ধারিত বাজেটের মধ্যে সংগঠনের সকল কার্যাবলী সম্পাদনের পরিকল্পনা তৈরী করবেন।
জ। উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্তৃক নির্দেশিত যে কোন দায়িত্ব পালন করবেন।
 
২। বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা (আনসার/ভিডিপি):
ক। তারা সদর দপ্তরের আয়ন ও ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং সদর দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেনী কর্মচারীদের বেতন-ভাতার বিল প্রস্তুতপূর্বক উত্তোলন ও বিতরন সম্পন্ন করবেন এবং সরবরাহ সেবা, মেরামত, সম্পদ সংগ্রহ ও অন্যান্য বিল প্রস্তুত করবেন।
খ। রেঞ্জ দপ্তর হতে প্রাপ্ত ভ্রমন ভাতার বিল ও সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমন ভাতার বিল চূড়ান্ত অনুমোদনের ব্যবস্থা করবেন।
গ। বাজেট শাখার কর্মচারীদের ছুটি, শাস্তি এবং কল্যাণ নিশ্চিত করবেন।
ঘ। পরিশোধিত বেতন ভাতাদির ফারক্ষতি (অপয়ঁরঃধহপব জড়ষষং) সংরক্ষণ করবেন।
ঙ। নিয়মিতভাবে হিসাব সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করবেন।
চ। সরকার ও অন্যান্য দপ্তরের সাথে পত্র যোগাযোগ প্রেরণ নিশ্চিত করবেন।
ছ। ভবিষ্য তহবিল হতে আর্থিক নিয়মের মধ্যে অগ্রিম উত্তোলন এবং একাউন্টস স্লিপ ইস্যুর ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন।
জ। বাজেট প্রস্তুত ও বরাদ্দ প্রদানের কার্যক্রম গ্রহন করবেন।
ঝ। সিএও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহিত খরচের হিসাব সমন্বয় সাধন করবেন।
ঞ। মাসিক এ ও বি স্টেটমেন্ট যাচাইপূর্বক হিসাব নিশ্চিত করবেন।
ট। অডিট আপত্তি নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করবেন।
 
 
 
 
বাজেট শাখার কার্যক্রমঃ
বাজেট শাখার হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিকগণ আর্থিক বছরের বাজেট, সংশোধিত বাজেট, মধ্যমেয়াদী বাজেট প্রস্তুতের কার্যক্রম, বিভিন্ন রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন, উপজেলা কার্যালয় সমূহের বাজেট বরাদ্দ প্রদানের কার্যক্রম এবং সদর দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা, ভ্রমন ও ভাতা ও এবং সরবরাহ সেবা, মেরামত, সম্পদ সংগ্রহ ও অন্যান্য বিল প্রস্তুতের কার্যক্রম। পরিচালক ও বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক কার্যক্রম পালন করে থাকেন।
সফলতাঃ
বাজেট শাখা বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট প্রস্তুতকরণ ও বাস্তবায়ন সম্পন্ন করেছেন। আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট প্রস্তুত করে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করছেন। যা অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের ও বরাদ্দের অপেক্ষা রহিয়াছে।