প্রথম ধাপ সাধারণ আনসার প্রশিক্ষনার্থি বাছাই-২০১৮-২০১৯
২৬ ফেব্রুয়ারী, ২০১৮খ্রি.
আবদেনকারীগণ লক্ষ্য করুনঃ
এ তথ্য সংশ্লিষ্ট আবেদনকারীদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
****
২৫ ফেব্রুয়ারী, ২০১৮খ্রি.
সতর্কতাঃ
-------
১৬ ফেব্রুয়ারী, ২০১৮খ্রি.
সাধারণ আনসার প্রশিক্ষণার্থির যোগ্যতা , বাছাইয়ের স্থান তারিখ সময় সম্পর্কে জানতে খবরের কাগজটি সংগ্রহ করুন। যাদের কাছে খবরের কাগজ পৌছাবেনা তাদের সুবিধার্থে পর্যায়ক্রমে ওয়েবসাইটে এবং ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।
সাধারণ আনসার প্রশিক্ষণ প্রত্যাশিদের জানার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
১. সাধারণ আনসার প্রশিক্ষণার্থি বাছাই স্থায়ী কোন সরকারী চাকুরী নয়। যারা উচ্চ শিক্ষিত এবং স্থায়ী সরকারী চাকুরী খুঁজছেন তাদের এখানে আবেদন করার দরকার নেই।
২. এ প্রশিক্ষণ তাদের জন্য যাদের স্থায়ী সরকারী চাকুরিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা নেই।
৩. আবেদনকারীদের বাছাই করা হবে দুটিধাপে।
প্রাথমিক বাছাই শারিরিক যোগ্যতার ভিত্তিতে।দ্বিতীয়ধাপে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা।
৪. জেলা কোটা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণার্থির চুড়ান্ত বাছাই হবে সফটওয়ারের মাধ্যমে। সুতরাং কাউকে কোন অনুরোধ করে, সুপারিশ করে কোন ফল হবে না।
৫. সঠিক আবেদন ফরম পুরণ ও দাখিল করা হলে আবেদনের শেষ ধাপে অনলাইন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পাশে প্রদর্শিত নমুনার মত প্রবেশপত্র তৈরি হবে। উক্ত প্রবেশ পত্রে আবেদনকারীর আবেদন আইডি, ছবি, জেলা, বিভাগ,ও বয়সের তথ্য থাকবে। প্রবেশ পত্রটি অবশ্য অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। প্রবেশ পত্র ছাড়া বাছাইয়ে অংশগ্রহণ করা যাবে না কোন ক্ররমেই।
৬. আবেদনের গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর। ভূয়া নম্বর প্রমানিত হলে প্রশিক্ষণ গ্রহন করেও লাভ হবে না। সঠিক জাতীয় পরিচয়পত্র ছাড়া স্মার্ট কার্ড প্রিন্ট করা যায় না।
৭. আবেদনে জন্ম নিবন্ধন নম্বর গ্রহণযোগ্য হবে না। কেউ জাতীয় পরিচয়পত্রের স্থলে জন্মনিবন্ধন নম্বর দিয়ে আবেদন করলে বাছাই কালে বাদ পড়ে যাবে। সফটওয়ারে এর ব্যবহার নেই।
৮. আবেদনকারীগণ নির্বাচিত হওয়ার অাকাংখায় কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। সফটওয়ার কোন সুপারিশ ও অনুরোধ গ্রহন করে না।
৯. ভিডিপি সদস্য ও অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থিগণ সফটওয়ারে অগ্রাধিকার পাবেন। ভূল উচ্চতা বাছাইকালে সংশোধন করা হবে।
১০. এবার কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী রেঞ্জের অধীন জেলার প্রার্থিগণ আবেদন করতে পারবেন।
আরও পরামর্শ থাকবে। এ পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।
---
আভি আইসিটি