১৩-ই ফেব্রুয়ারী ২০২০খ্রি.,বৃহস্পতিবার আনসার ভিডিপি একাডেমীতে অনুষ্ঠিত হলো ৪০তম জাতীয় সমাবেশ। এ সমাবেশ উপলক্ষ্যে বর্ণাঢ্য কুচকাওয়াজ, গ্যালারী ডিসপ্লে, কুটির শিল্প প্রদর্শণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তিনি সমাবেশ উপলক্ষে আয়োজিত কুজকাওয়াজ পরিদর্শণ করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী এ বাহিনীর বেশ কিছু ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শিল্পিদল পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাঁর সম্মানে সজ্জিত কুঠির শিল্প স্টল সমূহ পরিদর্শন করেন। সমাবেশের শেষাংশে মাননীয় প্রধানমন্ত্রী দরবার হলে এ বাহিনীর কর্মকর্তা কর্মচারী ও সদস্য সদস্যাদের দরবারে অংশগ্রহণ করেন।